সড়ক মেরামতে ৮ হাজার কোটি টাকা বরাদ্দের সুপারিশ

সারাদেশের বিভিন্ন এলাকার রাস্তাঘাট এখনও বেহাল অবস্থায় রয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ, জামালপুর, খুলনা, সাতক্ষীরা ও বরিশালের রাস্তার অবস্থা বেশি নাজুক।

সারাদেশের এসব বেহাল রাস্তাঘাটের মেরামতের জন্য যোগাযোগ মন্ত্রণালয়কে চলতি অর্থবছরে আট হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়কে সুপারিশ করেছে যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ২৬তম বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের পরে কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

কমিটির সভাপতি বলেন ‘রাস্তা-ঘাট যে এখনও বেহাল অবস্থায় রয়েছে একথা অস্বীকার করার উপায় নেই। রাস্তা মেরামতের জন্য বরাদ্দও অপ্রতুল। এজন্য এখনও সব রাস্তা ঠিক হচ্ছে না।’

টাকা পাওয়া সাপেক্ষে আগামী মার্চ-এপ্রিল মাসের মধ্যে রাস্তা মেরামত সম্ভব হবে জানিয়ে মুজিবুর রহমান আরো বলেন, ‘বেহাল রাস্তাঘাট মেরামতের জন্য কমিটি অর্থ মন্ত্রণালয়কে চলতি অর্থবছরে আট হাজার কোটি টাকা বরাদ্দের সুপারিশ করেছে।’

তিনি আরো বলেন, ‘এছাড়া বিভিন্ন রাস্তা তৈরির কার্যাদেশ দিতে দেরি হওয়ায় ঠিক সময়ে রাস্তা তৈরি হয় না। কমিটি এসব মন্ত্রণালয়কে সব কার্যাদেশ দ্রত দেওয়ার সুপারিশ করেছে।’

এছাড়া বৈঠকে মহাসড়কের রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা হয়।

এ বিষয়ে কমিটির সভাপতি বলেন, ‘বিভিন্ন মহাসড়কের পাশে অবস্থিত বাজারের ময়লা রাস্তার উপরে স্তূপ করে রাখা হয়। এর ফলে রাস্তা নষ্ট হয়ে যায়।’

স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এসব বাজারের আবর্জনা নিয়ন্ত্রণের জন্য এলাকাভিত্তিক কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘কমিটির পক্ষ থেকে বলা হয়েছে স্থানীয় ভিত্তিতে গড়ে তোলা কমিটি বাজারের আবর্জনা যাতে রাস্তার উপরে স্তূপ করে না রাখা হয় সে ব্যাপারে মনিটরিং করবে। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’

বৈঠকে আগামী অর্থবছর থেকে বিভাগভিত্তিক বরাদ্দ করা অর্থ সব বৈষম্য পরিহার করে সুষ্ঠু, ভারসাম্য ও সামঞ্জস্যপূর্ণ বরাদ্দ বিভাজনের ওপর গুরুত্বারোপ করা হয়।

ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, মো. জিল্লুল হাকিম, নজরুল ইসলাম মঞ্জু, এইচএম গোলাম রেজা, ওমর ফারুক চৌধুরী, মো. আবু জাহির, মো. গোলাম মাওলা রনি ও অপু উকিল বৈঠকে অংশ নেন।

এছাড়া সড়ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব এমএএন ছিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

 

অর্থ বাণিজ্য শীর্ষ খবর