সরকারের উচিত দ্রুত অর্থ পাচারকারীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া : মুস্তাফিজুর রহমান


ঢাকা, ২৪ আগস্ট, ২০২৪ (বাসস) : সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান অর্থ পাচারে জড়িতদের তথ্য প্রকাশ করতে এবং দ্রুত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-তে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ ফেরত আনার প্রক্রিয়া খুবই জটিল এবং সময়সাপেক্ষ। তাই ফরেনসিক বিশেষজ্ঞ নিয়োগ করে দ্রুত এই কাজ শুরু করা প্রয়োজন।’ মো. মুস্তাফিজুর রহমান বলেন, ব্যাংক সংস্কারের উদ্যোগ নিয়ে আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রতারক ও অর্থ পাচারকারীদের দ্রুত বিচার ও শাস্তির পরামর্শ দেন।
বর্তমান সরকার দ্রুত বিগত সরকারের সকল আর্থিক অনিয়ম ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়।
বিতার্কিকরা নতুন বাংলাদেশের জন্য ‘আর্থিক খাতে সুশাসন নিশ্চিতকরণ’ বিষয়ে যুক্তি উপস্থাপন করেন।
প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিকে হারিয়ে জয়ী হয়।

অন্যান্য অর্থ বাণিজ্য আন্তর্জাতিক বাংলাদেশ শীর্ষ খবর