প্রয়োজনে কাঁচা চামড়া রফতানির অনুমতি

প্রয়োজনে কাঁচা চামড়া রফতানির অনুমতি

‘চামড়া শিল্প সংকটের মুখে, উদ্বিগ্ন সরকার’ এমন মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের এমপি জানিয়েছেন, প্রয়োজনে শর্ত সাপেক্ষে কাঁচা চামড়া রফতানির চিন্তা-ভাবনা করা হচ্ছে।

বুধবার সচিবালয়ে মন্ত্রীর নিজ কক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তবে ট্যানারি মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, “চামড়া শিল্প সংকটের মুখে পড়েছে। ট্যানারি মালিক ও ব্যবসায়ীরা চামড়া কিনতে চাচ্ছেন না। তারা বলছেন, বিশ্ব বাজারে দাম কম, চাহিদা অনুযায়ী তাদের কাছে চামড়া মজুত রয়েছে।”

মন্ত্রী বলেন, “এ অবস্থায় জনগণের ক্ষতি না হয় সে কারণে কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করে প্রয়োজনে শর্ত সাপেক্ষে রফতানির অনুমতি দেওয়া হবে।”

কাঁচা চামড়া রফতানির শর্ত কি হবে এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, “এক্সপোর্ট ডিউটি নির্ধারণ, সর্বনিম্ন মূল্য নির্ধারণ এবং কত দিনের জন্য অনুমতি দেওয়া হবে তা থাকবে শর্তে।”

চামড়া নিয়ে কোনো সিন্ডিকেট রয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, “সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।”

চামড়া পাচার হওয়ার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “কম দামের কারণে চামড়া পাচার হলে পাচার হওয়া চামড়া তারা বিক্রি করে লাভবান হতে পারেন। আমাদের ব্যবসায়ীরা তা পারে না কেন তা আলোচনা করে দেখা হবে।’’

এবারও চামড়ার দাম নির্ধারণ করা হয়নি কেন এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “ফ্রি ইকোনমিতে এটা নিয়ন্ত্রণ করা সঠিক হবে না। তাছাড়া কি পরিমাণ চামড়া হবে, কত দাম হবে তা আগে থেকে নির্ধারণ করা যায় না। আগে এটি করা হলেও কার্যকর করা যায়নি।”

চামড়া শিল্পের সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘‘আমাদের শিল্পগুলোকে আমরা রক্ষা করতে চাই। তবে শিল্প রক্ষা করতে গিয়ে দেশ ও জনগণের ক্ষতি হবে, তা হতে পারে না। তাই শর্ত সাপেক্ষে কাঁচা চামড়া রফতানির অনুমতি দেওয়া হবে।”

মন্ত্রী বলেন, ‘‘এবার আমরা অনুধাবণ করেছি। আগামীতে প্রয়োজনে রফতানি করা হবে।’’

খেলাধূলা