সৌদি আরবে বিয়ের অনুষ্ঠানে আগুন, নিহত ২৫

সৌদি আরবে বিয়ের অনুষ্ঠানে আগুন, নিহত ২৫

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাজ্যে একটি বিয়ের অনুষ্ঠানে আনন্দ উদযাপনে ছোড়া গুলি থেকে সৃষ্ট আগুনে পুড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে বিয়ের উৎসব উদযাপনের সময় ছুঁড়ে মারা গুলি বৈদ্যুতিক সরঞ্জামে আঘাত করলে শর্ট-সার্কিট সৃষ্টি হয় ও সেখান থেকে নারীদের একটি তাঁবুতে আগুন লেগে যায়।

বুধবার আল-ইয়ায়ুম পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, আবকাইক অঞ্চলের আইন বদর নামক গ্রামে ঘটিত এ অগ্নিকান্ডে ২৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে সবাই নারী ও শিশু। পাশাপাশি আহত হয়েছেন প্রায় ৩০ জন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তেল-সমৃদ্ধ ঐ অঞ্চলের গভর্নর প্রিন্স মোহাম্মেদ বিন ফাহদ বিন আব্দুল আজিজ এ ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

অধিক রক্ষণশীল দেশটির নিয়ম অনুযায়ী বিয়ের অনুষ্ঠানে নারী ও পুরুষের পৃথক তাঁবুতে থাকার রীতি রয়েছে। তাই ঐ তাঁবুতে শুধ নারী এবং শিশুরাই ছিলো।

এর আগে ১৯৯৯ সালের জুলাই মাসে ঐ রাজ্যে ঘটিত অনুরূপ একটি ঘটনায় ৭৬ জন নিহত হয়েছিলেন।

উল্লেখ্য, সৌদি আরবের বিভিন্ন উপজাতীয় এলাকায় বিয়ের অনুষ্ঠানে শুভেচ্ছামূলক গুলি চালানোর প্রথা রয়েছে। গত অক্টোবর মাসে সৌদি সরকার এ প্রথা নিষিদ্ধ করে।

আন্তর্জাতিক