ইউরো চ্যাম্পিয়নশিপে এফ গ্রুপে প্রথম ম্যাচেই লাইপজিগে দারুণ এক কীর্তি গড়েছেন পেপে। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলতে নামা পেপের বয়স ৪১ বছর ১১৩ দিন। ভেঙেছেন হাঙ্গেরির গ্যাবর কিরাইয়ের ৪০ বছর ৮৬ দিন বয়সে খেলার রেকর্ডটি। তার এমন রেকর্ডের দিনে নাটকীয় জয় পেল পর্তুগাল।
গতকাল মঙ্গলবার (১৮ জুন) দিনগত রাতে লাইপজিগে রোমাঞ্চকর লড়াইয়ে ২-১ গোলে জিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করল পর্তুগাল। নাটকীয় গোলে পর্তুগালের জয়ের নায়ক কনসেইকাও।
ম্যাচের শুরুতে কিছুটা গুছিয়ে নিয়ে আক্রমণে যায় পর্তুগাল। ম্যাচের অষ্টম মিনিটে দারুন একটি সুযোগও পায় তারা। রাফায়েল লেয়াওয়ের ক্রসে ঠিকঠাক হেড করতে পারেননি দলটির সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
এরপর ম্যাচের ২৪তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের অনেক দূর থেকে নেওয়া শট একজনের পায়ে লেগে ক্রসবারের একটু ওপর দিয়ে বেরিয়ে যায়। পরবর্তীতে ৩২তম মিনিটে ফার্নান্দেজ বক্সে দুর্দান্ত এক থ্রু পাস বাড়ান, গোলরক্ষককে একা পেয়ে যান রোনালদো। তবে, রোনালদোর শট দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন গোলরক্ষক স্তানেক। এযাত্রায় হতাশ হতে হয় পর্তুগালকে। বাকি সময়ে তেমন আক্রমণ না হওয়ায় গোলশূণ্য অবস্থায় বিরতিতে যায় দুদল।
প্রথমার্ধের ধারাবাহিকতা ধরে রাখে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬২তম মিনিটে লুকাস প্রোভডের দারুণ এক শটে পর্তুগালকে স্তব্ধ করে দেয় দলটি। এগিয়ে যায় ১-০ গোলে। অবশ্য তাদের এই উছ্বাস খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি।
৬৯তম মিনিটে নুনো মেন্ডেসের হেড ঝাপিয়ে পড়ে ঠেকান চেক গোলরক্ষক স্তানেক। তবে বলটা নিজের নিয়ন্ত্রনে নিতে পারেননি তিনি। সামনে থাকা চেক ডিফেন্ডার রবিন হ্রানাচের গায়ে লেগে ডুকে যায় নিজেদের জালে। তাদের এই ভুলেই সমতায় ফেরে রোনালদোরা।
এরপর দুদলের একের পর এক মিস দেখে মনে হচ্ছিল ম্যাচ হয়তো ড্র হবে। কিন্তু, কে জানত নাটকীয়তার যে তখনও বাকি। নির্ধারিত ৯০ মিনিটের শেষ দিকে দিয়েগো জোতার চেকের জালে বল পাঠালেও রোনালদো অফসাইডে থাকায় বাতিল হয়ে যায় সেই গোল।
তবে, হতাশ না হয়ে আক্রমণ চালিয়ে যায় পর্তুগাল। যার ফলও পেয়ে যায় দ্রুত। ৯০তম মিনিটে ভিতিনিয়াকে তুলে কনসেইকাওকে নামান কোচ রবার্তো মার্টিনেজ । আর মাঠে নামার মাত্র ১১০ সেকেন্ডের মধ্যে গোল করেন বসেন এই ২১ বছর বয়সী ফরোয়ার্ড।