রাফার ৬০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইসরায়েলের

রাফার ৬০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইসরায়েলের

ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফা শহরের ৬০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে আল-জাজিরা এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল টানা ৪০ দিন ধরে দক্ষিণ গাজার রাফা শহরে অনবরত স্থল আগ্রাসন চালাচ্ছে। এর মধ্য দিয়ে দেশটির সেনাবাহিনী শহরটির প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এখন শাবুরা, ব্রাজিল, তাল আস-সুলতান এবং ফিলাডেলফি করিডোরের আশেপাশে তাদের অপারেশনাল নিয়ন্ত্রণ রয়েছে।

এখন পর্যন্ত ২২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে ৩ শতাধিক ইসরায়েলি সেনা।

এদিকে ইসরায়েলি হামলায় ৫৫০ জন ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অনবরত হামলা চালানো হচ্ছে। এ হামলায় এখন পর্যন্ত ৩৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নিহত হয়েছে। যার মধ্যে বেশিরভাগই নারী-শিশু।

আন্তর্জাতিক শীর্ষ খবর