বাংলাদেশের যে অঞ্চলগুলো লোকসঙ্গীত ও লোকায়েত দর্শনে সমৃদ্ধ সেগুলোর মধ্যে বৃহত্তর ময়মনসিংহ, সিলেট, চট্রগ্রাম, রংপুর, কুষ্টিয়া, চাপাইনবাবগঞ্জ অন্যতম।
এসব অঞ্চলে অসংখ্য জনপ্রিয় শিল্পী রয়েছেন যারা গান গেয়ে হাজার হাজার মানুষকে মুগ্ধ করে চলছেন। এসব শিল্পীদের মধ্যে যারা জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন তাদেরকে নিয়ে বাংলাভিশনের বিশেষ ঈদ আয়োজন ‘ভাব তরঙ্গ’।
উক্ত সঙ্গীতানুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সালাম সরকার, বৃহত্তর রংপুর অঞ্চলের রনজিৎ কুমার রায়, সিলেট অঞ্চলের মরিয়ম বেগম সুরমা, চট্রগ্রাম ও কুমিল্লা অঞ্চলের গান গেয়েছেন মুন।
অনুষ্ঠানে তারা গানের পাশাপাশি বাংলার মরমী কবি ও তাঁদের দর্শন নিয়ে কথা বলেছেন।
সঙ্গীতশিল্পী রিংকু’র সঞ্চালনা ও মামুন খানের প্রযোজনায় ‘ভাব তরঙ্গ’ অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে ০১ নভেম্বর, বিকেল ৫টা ১৫মিনিটে।