সাফ স্বর্ণজয়ী শুটার ফিরোজসহ ৩ জনের লাশ দাফন

সাফ স্বর্ণজয়ী শুটার ফিরোজসহ ৩ জনের লাশ দাফন

সড়ক দুর্ঘটনায় নিহত সাফ গেমসে স্বর্ণজয়ী শুটার ও জাতীয় শুটিং ফেডারেশনের কোচ পাবনার কৃতি সন্তান ফিরোজ আহমেদ পাখি (৩৮), তার ৩ বছরের শিশুকন্যা পুষ্পিতা ও গৃহপরিচারিকা আয়না খাতুন (১৮) এর লাশ পাবনায় দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টায় পাবনা জেলা স্কুল মাঠে জানাজা নামাজ শেষে শহরের আরিফপুর কবরস্থানে তাদের দাফন করা হয়।

জানাজা নামাজে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বেবী ইসলাম, পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনোয়ারুল আজিজ, প্রেসক্লাবের সম্পাদক আহমেদ উল হক রানা, পাবনা রাইফেলস ক্লাবের সাবেক সম্পাদক ফরিদুল ইসলাম খোকন, পাবনার ক্রীড়াঙ্গন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

এদিকে সহকর্মীকে শেষ বিদায় জানাতে ঢাকা থেকে ছুটে আসেন জাতীয় শুটার সাইফুল আলম চৌধুরী রিংকী, আসিফ হোসেন খান ও সাবরিনা সুলতানা।

এক প্রতিক্রিয়ায় তারা সাংবাদিকদের বলেন, সড়ক দুর্ঘটনায় জাতি একজন মেধাবী শুটারকে হারালো। পাখি ভাই জাতীয় শুটিং ফেডারেশনের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে শুটিং ক্ষেত্রে ব্যাপক উন্নতি হচ্ছিল। তার মৃত্যুতে ফেডারেশনের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো বলে মন্তব্য করেন তারা।

এর আগে বেলা ৩টার দিকে তিনজনের লাশবাহী একটি অ্যাম্বুলেন্স পাবনা শহরের গোপালপুর লাহিড়ীপাড়া মহল্লায় ফিরোজ আহমেদ পাখির বাসভবনে এসে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

প্রসঙ্গত: ঈদ উদযাপন শেষে প্রাইভেটকারযোগে পাবনা থেকে ঢাকায় যাওয়ার পথে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাক চাপায় ফিরোজ আহমেদ পাখিসহ ৩ জন নিহত এবং তার স্ত্রী লাভলী চৌধুরী আ‍ঁখি আহত হন।

আহত আঁখিকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খেলাধূলা