ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে নিলম

ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে নিলম

সাইক্লোন ঝড় নিলম ভারতের চেন্নাই পেরিয়ে তামিলনাড়ু রাজ্যের দক্ষিণে মহাবলিপুরমে বুধবার বিকাল ৫টার দিকে আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাইক্লোনটি ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে মহাবলিপুরমে আঘাত হানে। শেষ খবর পাওয়া পর্যন্ত, এর গতি ঘণ্টায় ৮০-৮৪ কিলোমিটারের মতো ছিলো।

মহাবলিপুরমে ২৩টি গাছ উপড়ে যাওয়ার পাশাপাশি দু’টি বাড়ি ধ্বংস হয়েছে। তবে এখন পর্যন্ত কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগে প্রায় ৪ হাজার মানুষকে মহাবলিপুরম থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

এ ঝড়ের ফলে চেন্নাইয়ের পড়ুচেরিতেও প্রবল ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। চেন্নাইয়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে ২৮২টি স্কুলকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তামিলনাড়ু ও পড়ুচেরির উত্তর উপকূলে পরবর্তী ২৪ ঘণ্টা এবং অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূল ও তামিলনাড়ুর উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টা তুমুল বৃষ্টিপাতের ঘোষণা দিয়েছে আবহাওয়া সংস্থা। এছাড়া এসব উপকূলীয় অঞ্চলকে পরবর্তী ৩৬ ঘণ্টার জন্য অনিরাপদ ঘোষণা করে এসব এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

অন্ধ্রপ্রদেশের নেলোর উপকূলে ১৪০ জন জেলের আটকা পড়ার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোস্টগার্ড সদস্যরা।

এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে একই অঞ্চলে আঘাত হানা একটি ঝড়ে ৪২ জন নিহত হয়েছিলেন। তবে অন্ধ্রপ্রদেশের সবচেয়ে ভয়াবহ ঝড় আঘাত হানে ১৯৯৭ সালে, যাতে নিহত হন প্রায় ১০ হাজার মানুষ।

আন্তর্জাতিক