আন্দোলনের নামে কারো ক্ষতি করা হলে দ্রুত আইনে বিচার: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্দোলনের নামে কারো ক্ষতি করা হলে দ্রুত আইনে বিচার: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্দোলনের নামে, দাবি বস্তাবায়নের মোড়কে অন্য কারোর ক্ষতি করা হলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে তা প্রতিহত করবো। দ্রুত আইনে বিচার হবে। বিএনপির আন্দোলনের হুমকির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর এ ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার সচিবালয়ে জাতিসংঘ আবাসিক প্রতিনিধি নিল ওয়াকারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মহীউদ্দিন খান আলমগীর বলেন, বিএনপির সামনে এমন কোনো ইস্যু নেই যে, জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পারে। যদি জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চান, তাহলে অন্যের গাড়ি না পুড়িয়ে নিজের গাড়ি পোড়ান, অন্যের বাড়ি না পুড়িয়ে নিজের বাড়ি পোড়ান। আর তা ছাড়া যদি ভিন্ন কোনো লোকের গাড়ি পোড়ান, ভিন্ন কোনো বাড়ি পোড়ান তাহলে রাষ্ট্রের সর্বাত্মক ক্ষমতা দিয়ে তা প্রতিহত করা হবে।

বিএনপির আন্দোলনের হুমকি ও আওয়ামী লীগের আন্দোলন প্রসঙ্গে মহীউদ্দিন খান আলমগীর বলেন, আমাদের আন্দোলনের ঐতিহ্য গভীর ও বিস্তৃত।

রামুর ঘটনার ইন্ধনদাতাদের চিহ্নিত করা হচ্ছে
রামুর ঘটনায় দেওয়া তদন্ত প্রতিবেদনের উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর বলেন, প্রাথমিকভাবে অপরাধীদের চিহ্নিত করা হয়েছে। আর ঘটনার পেছনে যারা রয়েছে তাদেরও চিহ্নিত করা হচ্ছে।

রামুর ঘটনার কারণ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করতে এ কাজ করা হয়েছে। কারা করেছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশীয় নোংরা রাজনীতি এবং আন্তর্জাতিক ইন্ধন রয়েছে।

রামুর ঘটনায় বিএনপির দেওয়া তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি একটি তদন্ত প্রতিবেদন তৈরি করেছে। আর তা জমা দিয়েছে বিদেশি রাষ্ট্রদূতদের কাছে।

তিনি প্রশ্ন করে বলেন, কোন রাষ্ট্র, সরকার, জনগণ ছিলো না?

মন্ত্রী বলেন, বিএনপর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তাদের প্রভুদের কাছে।

তদন্ত প্রতিদেন প্রসঙ্গে মন্ত্রী বলেন, রামুর ঘটনায় ১১টা সুপারিশ সুনির্দিষ্ট করে তা বাস্তবায়ন করা হচ্ছে। সুপারিশে কী রয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, বাস্তবায়ন হলে জানতে পারবেন।

রামুর ঘটনায় পুলিশের গাফিলতি ছিলো কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাফিলতি হয়েছে বলে মনে করি না। গাফিলতি হওয়ার সুযোগও ছিলো না। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যত্যয় ঘটেছে। সেক্ষেত্রে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। বাংলাদেশ পুলিশি রাষ্ট্র নয় বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ