কেউ অশালীন বক্তব্য দিলে তার দায় তাকেই নিতে হবে: ইনু

কেউ অশালীন বক্তব্য দিলে তার দায় তাকেই নিতে হবে: ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, টকশো বলুন বা জনসভা ও আলোচনা সভা বলুন, কেউ অশালীন বক্তব্য দিতে পারেন না। যদি কেউ এ ধরনের অশালীন বক্তব্য দিয়ে থাকেন তাহলে তার দায়-দায়িত্ব তাকেই নিতে হবে।

সোমবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া পৌর মজিবর রহমান অডিটোরিয়ামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তার এ বক্তব্য মূলত সম্প্রতি এক বেসরকারি টিভি চ্যানেলে নৌমন্ত্রী শাজাহান খান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার অশালীন পাল্টাপাল্টি বক্তব্য প্রসঙ্গে।

বর্তমান সরকারকে গণমাধ্যমবান্ধব দাবি করে ইনু বলেন, “মহাজোট সরকার সাংবাদিক এবং গণমাধ্যমের বন্ধুদের সহযোদ্ধা মনে করে, গণতন্ত্রের বন্ধু মনে করে। সরকারের সমালোচনাকে আমন্ত্রণ জানায়।”

পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সম্মিলিত নাগরিক পরিষদের দেওয়া সংবর্ধণা অনুষ্ঠানে যোগ দেন।

নাগরিক পরিষদ সভাপতি মতিউর রহমান লাল্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, বিশিষ্ট গবেষক ও কলামিস্ট প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী, জেলা প্রশাসক বনমালী ভৌমিক, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ,  জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন প্রমুখ।

অনুষ্ঠানে জেলার সুশীল সমাজের নেতা, সাংবাদিক ও  বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ