‘ক্ষমতায় থাকলে ভারত তোষণ, বিরোধীদলে গেলে বিরোধিতা পরিহার করতে হবে’

ক্ষমতায় থাকলে ভারত তোষণ আর বিরোধীদলে গেলে ভারতের বিরোধিতা করা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। এ নীতি পরিহার করতে হবে।

সোমবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের বালিয়াপাড়া মাঠে সম্মেলনে যোগদানের আগে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল আলম হানিফ সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন।

তিনি বলেন, “বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ভারতে গেছেন। তিনি সব সময় ভারতের বিরোধিতা করেন। আশা করি এবার তিনি ফিরে এসে ভারত বিরোধিতা থেকে দূরে থাকবেন।”

হানিফ বলেন, “বিরোধীদল যে কয়টি ইসু নিয়ে আন্দোলন করার চেষ্টা করেছে সব ক’টি ব্যর্থ হয়েছে। তারা অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলনের ডাক দেওয়ায় জনগণ তাদের আন্দোলন প্রত্যাখ্যান করেছে।”

পরে তিনি সদর থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অ্যাডভোকেট আক্তারুজ্জামান মাসুমের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন -বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

রাজনীতি