প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে পাহাড়ে শান্তির সু-বাতাস বইছে : পার্বত্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে পাহাড়ে শান্তির সু-বাতাস বইছে : পার্বত্য প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে পাহাড়ে শান্তির সু-বাতাস বইছে। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি পাহাড়ে সকল সম্প্রদায়ের মানুষকে একই ছাতার নিচে নিয়ে এসেছে। তিনি বলেন, পাহাড়ে উন্নয়নের জোয়ার বইছে।

শুক্রবার (৩১ মে) খাগড়াছড়ি সদর কমলছড়ি ইউনিয়নে অবস্থিত স্থানীয় এনজিও পার্বত্য বৌদ্ধ মিশন (পিবিএম) অনাথালয় পুনরায় চালু উপলক্ষ্যে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রফেসর বোধিসত্ব চাকমার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান সুদত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, মং সার্কেল চীফ রাজা সাচিংপ্রুু চৌধুরী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা, পাজেপ নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সাবেক প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের সভাপতি সুশিল জীবন ত্রিপুরা, নারী নেত্রী শেফালীকা ত্রিপুরা ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মধুমঙ্গল চাকমা।

বাংলাদেশ শীর্ষ খবর