পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়া প্রদেশের হারিপুর জেলায় সোমবার সকাল ৮টার দিকে একটি শিক্ষালয়ের শিশুদের বহনকারী ভ্যান উল্টে গিয়ে ৫ শিশু নিহত হয় বলে জানা যায়। দুর্ঘটনায় আরো কমপক্ষে ১২ শিশু আহত হয়।
ঈদ উপলক্ষ্যে ভ্রমনরত শিশুরা ইসলামাবাদ যাওয়ার পথে হারিপুর জেলার সারিয়া সালেহ এলাকায় পৌঁছানের পর ভ্যানটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে সংবাদ মাধ্যম জানায়।
দ্রুত গতির কারণে ভ্যানটি উল্টে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহত শিশুদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, রাস্তাঘাটের দূর্বল নির্মান কাঠোমো, যানবাহনের বেপরোয়া গতি এবং অনুমোদনহীন যানবাহন চলাচলের কারণে পাকিস্তানে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় বহু মানুষ মারা যায়।