গ্রুপ পর্বে অপ্রতিরোধ্য থাকলেও সেমিফাইনালে জ্বলে উঠতে পারেনি বাংলাদেশ। সালমা বাহিনীকে ৬ উইকেটে হারিয়ে মহিলা এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে উঠেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
বাংলাদেশ: ৮২/৭ (ওভার ২০)
পাকিস্তান: ৮৩/৪ (ওভার ১৭.৪)
ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী
চীনের গুয়াংগং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং পাঠায় পাকিস্তান। ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলো বাংলাদেশ। ২৪ রানে প্রথম উইকেট হারায় তারা। ব্যক্তিগত ৬ রানে প্রান্ত বদল করতে গিয়ে বিসমাহ মারুফের অসাধারণ থ্রুতে রানআউট হন সানজিদা ইসলাম।
তার বিদায়ের পর রানের চাকা সচল রাখেন আরেক উদ্বোধনী ব্যাটার ফারজানা হক। নিজের নামের পাশে ২৮ রান যোগ হওয়ার পর সানা মিরের বলে উইকেটরক্ষক বাতুল ফাতিমার হাতে ধরা পড়েন তিনি। দুুই ওপেনার সাজঘরে ফেরার পর পাকিস্তানের বোলিং তোপে পড়ে বাংলাদেশ।
মারুফ, নিদা ও সানারা বাংলাদেশকে অলআউট করতে না পারলেও রান চেক দিয়েছে। তাদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ৮২ রান করতে পারে বাংলাদেশ। অধিনায়ক সালমা খাতুন ১৪ ও শুকতারা রহমান ১৬ (*) রান করেন। দুটি উইকেট নেন নিদা দার ও বিসমিল্লাহ মারুফ।
লক্ষ্য তাড়া করতে নেমে চার উইকেট হারিয়েই গন্তব্যে পৌঁছায় পাকিস্তান। হার না মানা ২৭ রান করেন বিসমাহ মারুফ। এছাড়া ২৫ রান আসে নিদা দারের ব্যাট থেকে। একটি করে উইকেট নেন জাহানারা আলম, পান্না ঘোষ, রুমানা আহমেদ ও শুকতারা রহমান।