ঘূর্ণিঝড় রেমাল : বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে নামিয়ে এনেছে পিডিবি

ঘূর্ণিঝড় রেমাল : বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে নামিয়ে এনেছে পিডিবি

ঘূর্ণিঝড় রেমালের কারণে বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। ফলে দেশজুড়ে প্রায় লাখ লাখ গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন।

পিডিবির তথ্যমতে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপকূলীয় এলাকায় বেশকিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে পিডিবির জনসংযোগ কর্মকর্তা শামীম হাসান বলেন, ঘূর্ণিঝড়ের সময় সারা দেশে অনেক বৈদ্যুতিক পোল ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত খুলনা ও বরিশাল অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি। ক্ষয়ক্ষতি নিরূপণের পর আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে।

পিডিবির তথ্য অনুযায়ী, বর্তমানে তারা ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। গতকাল এই পরিমাণ ছিল ১২ হাজার মেগাওয়াটের বেশি।

উৎপাদন কমে যাওয়ার ফলে মধ্যরাত থেকে ঢাকার কিছু এলাকাসহ সারা দেশের অনেক উপজেলায় লোডশেডিং চলছে।

বাংলাদেশ শীর্ষ খবর