মবিল যমুনার ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত মবিল যমুনা বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে কতিপয় বিষয়ে অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সিদ্ধান্তগুলোর মধ্যে- মবিল যমুনা ও মিয়ানমারের অং কুং থার (একেটি) যৌথ উদ্যোগে এমজেএল অ্যান্ড একেটি প্রেট্রোলিয়াম লিমিটেড নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করা হবে। যা মিয়ানমারে প্রতিষ্ঠা করা হবে এবং সে দেশে মবিল লুব্রিকেন্টের মার্কেটিং করবে কোম্পানিটি।

এমজেএল অ্যান্ড একেটি প্রেট্রোলিয়াম লিমিটেডের মোট শেয়ারের ৫১ শতাংশ থাকবে মবিল যমুনার এবং বাকি ৪৯ শতাংশ থাকবে একেটির। এজন্য মবিল যমুনা বাংলাদেশ লিমিটেড ৫ লাখ ১০ হাজার ইউএস ডলার বিনিয়োগ করবে।

এছাড়া মবিল যমুনার পরিচালনা পর্ষদ কুনিয়া, গাজীপুর সদরে ৯ কাঠা জমি ১ কোটি ২৯ লাখ ৬৯ হাজার টাকায় কেনার অনুমোদন দিয়েছে।

অর্থ বাণিজ্য