এরশাদসহ জাতীয় পার্টির সিনিয়র নেতারা সকলেই নিজ নিজ এলাকায় ঈদ করবেন। প্রায় সকলেই ২দিন আগেই ঢাকা ছেড়েছেন।অবস্থান করছেন নিজ নিজ এলাকায়।
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ঈদের নামাজ পড়বেন রংপুর কালেক্ট্ররেট মাঠে। নামাজ শেষে রংপুর শহরস্থ তার বাসভবন পল্লী নিবাসে সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। তিনি বুধবারেই বিমানযোগে রংপুর গেছেন।
এরশাদের ছোটভাই দলের প্রেসিডিয়াম সদস্য বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের ঈদের নামাজ পড়বেন তার নির্বাচনী এলাকা লালমনিরহাটে।লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ শেষে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
পরদিন বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন। বাণিজ্যমন্ত্রী ঈদের ৩দিন আগেই লালমনির হাট গেছেন।
এছাড়া বাণিজ্যমন্ত্রীর উত্তরা বাসভবনেও কোরবানি দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ ঈদ করবেন তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। নামাজ পড়বেন চৌদ্দগ্রামের সবচেয়ে বড় মাঠ রাজার মাঠে । নামাজ শেষে কোরবানি দিয়ে তার নির্বাচনী এলাকার লোকজনের সঙ্গে মত বিনিময় করবেন। এরপরও কয়েকদিন থেকে প্রতিটি ইউনিয়নে যাবেন তিনি। ২৪ অক্টোবর চৌদ্দগ্রাম গেছেন তিনি।
পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার মেয়ে অসুস্থ থাকায় লন্ডন গেছেন তাকে দেখতে। সেখানেই ঈদ করবেন তিনি।
প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান ঈদ করবেন ঢাকায়। তিনি বনশ্রী জামে মসজিদে নামাজ শেষে তার নির্বাচনী এলাকা ঢাকা-৯এর জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ ঈদ করবেন ঢাকার মাতুয়াইলে। সেখানে নামজ শেষে নির্বাচনী এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
হজে রয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের মুখপত্র কাজী ফিরোজ রশিদ, প্রেসিডয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, পার্টির যুগ্ম মহাসচিব রেজাউল করিম ভূইয়া, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাবুল।
দেশবাসীকে শুভেচ্ছা-
হুসেইন মুহম্মদ এরশাদ পবিত্র ঈদ-উল আযহায় এক বাণীতে বলেছেন, আত্মত্যাগের বার্তা নিয়ে পবিত্র ঈদ-উল আযহা আবার আমাদের মাঝে সমাগত। আমি এই দেশবাসীকে জানাই ঈদ মুবারক।
তিনি তার বাণীতে বলেন, মহান আল্লাহপাকের নির্দেশে মুসলিম জাতির পিতা হযরত ঈব্রাহিম (আঃ) তাঁর প্রিয় সন্তান হযরত ইসমাঈল (আঃ) কে কুরবানী করতে উদ্যত হয়ে যেভাবে পরম করুণাময় আল্লাহতায়ালার সন্তুষ্টি বিধান ও নৈকট্য লাভ করেছিলেন, ঠিক তেমনি আমরা ইসলামের নির্দেশিত পথে নিজের জান ও মালের কুরবানী করে সেই আত্মত্যাগের আদর্শ অনুসরণ করি। আমাদের জীবনে এই আদর্শের প্রতিফলন ঘটানোই হবে স্বার্থকভাবে ঈদ উদযাপন।
সাবেক রাষ্ট্রপতি বলেন, ঈদ সকলের জন্য অনাবিল আনন্দ বয়ে আনুক- এই কামনা করে আমি দেশবাসীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।