বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশে আর ফিরছেন না বলে গুঞ্জন রটেছিল। কয়েকটি গণমাধ্যম নিউজও করেছিল। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস আজ বুধবার (১৭ এপ্রিল) সাংবাদিকদের জানান, হাথুরুসিংহে ছুটিতে আছেন। হাথুরে সিংহে বাংলাদেশে ফিরবেন ২১ তারিখ রাতে।
জিম্বাবুয়ে সিরিজের আগে আমাদের নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের আসার কথা। আশা করি জিম্বাবুয়ে সিরিজের আগেই চলে আসবেন। বাকি যারা আছে তারাও ২৩ এপ্রিলের আগে চলে আসবে।
তিনি জানান, হাথুরেসিংহের বাংলাদেশে আর না ফেরার কথাটা গুজব ছিল। এলেই প্রমাণ পাবেন।
তিনি আরও জানান, মুশতাক আহমেদ বিশ্ব সেরা লেগ স্পিনার। তিনি এখানে থাকা অবস্থায় ট্যালেন্ট হান্ট করা হবে। দেশের মধ্যে যারা ভাল লেগ স্পিন করেন তাদের খুঁজে বের করে কোচিং করা হবে। যাতে দল ভাল লেগ স্পিনার ভবিষ্যতের জন্য পায়।