ভারতের মন্ত্রিপরিষদে রোববার যোগ দেওয়া নতুন ২২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং।
রোববার দুপুরে মন্ত্রিপরিষদের এসব নতুন সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়। এ সময় ২২ জন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। নতুনদের মধ্যে ১০ জন প্রথমবারের মতো দায়িত্ব পাচ্ছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম জানায়।
নতুন মন্ত্রীদের মধ্যে কে রহমান খানকে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী, দিনেশ পেটেলকে খনিজসম্পদ মন্ত্রী, অজয় মাকিনকে গৃহায়ন ও শহর উন্নয়ন মন্ত্রী, পাল্লাম রাজুকে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী, আশ্বিণী কুমারকে আইন ও ন্যায়বিচার মন্ত্রী, হারিশ রাওয়াতকে পানিসম্পদ মন্ত্রী এবং চন্দ্রেশ কুমারি কাটোচকে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বাধীন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া মনিশ তিওয়ারিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং অভিনয় থেকে রাজনীতিতে আসা চিরঞ্জীবকে দেওয়া হয় পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব।
আরো যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তাদের মধ্যে শাসি তারোর মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়, কোদি কুনিল সুরেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়, তারিক আনোয়ার কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রণালয়, কে জয়াসুরিয়া প্রকাশ রেড্ডি ও অধির রঞ্জন চৌধুরী রেলওয়ে মন্ত্রণালয়, রানি নারাহ উপজাতিয় সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়, এ এইচ খান চৌধুরী স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়, এস সত্যনারায়ন সড়ক পরিবহন ও রাজপথ মন্ত্রণালয়, নিনং ইরিং সংখ্যালঘু মন্ত্রণালয়, দিপা দাশমুন্সী শহর উন্নয়ন মন্ত্রণালয়, পরিকা বলরাম নায়েক সামাজিক ন্যায়বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রণালয়, ড. এসএমটি ক্রুপা রাভি কিল্লি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং লালচান্দ কাটারাইকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যম জানায়।