টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে যেতে পারে ভারত

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে যেতে পারে ভারত

আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করার সম্ভাবনা তৈরি হয়েছে ভারতের। এক নম্বরে যাওয়ার জন্য হোম সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টির সঙ্গে কয়েকটি আন্তর্জাতিক ম্যাচে জয় পেতে হবে তাদের।

টি-টোয়েন্টি সিরিজে ভারত যদি ইংল্যান্ডকে ২-০ তে হারায় তবে সাত পয়েন্ট অর্জন করবে মহেন্দ্র সিং ধোনির দল। এটা হলে বিশ্ব টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পাঁচ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকবে তারা। আর যদি ইংল্যান্ডের সঙ্গে ১-১ ব্যবধানে সমতা হয় তবে আগের র‌্যাটিংস পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকবে হবে ভারতকে।

আইসিসি বিশ্ব টি-টোয়েন্টির ফাইনালিস্ট শ্রীলঙ্কা টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের তালিকায় একনম্বর দল হিসেবেই যাত্রা শুরু করবে। আর লঙ্কা সফরে যাওয়া নিউজিল্যান্ডের অবস্থান হবে অষ্টম। বছর শেষে শীর্ষস্থান ধরে রাখার জন্য কিউইদের বিপক্ষে জয় নিশ্চিত করতে হবে লঙ্কানদের। হারলে তাদের টপকে ২০১১ সালের পর প্রথম বারের মতো শীর্ষে উঠবে ওয়েস্ট ইন্ডিজ। তবে ইংল্যান্ডকে ২-০ ব্যবধানে হারাতে পারলে অল্প সময়ের সময় আইসিসির র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করবে ভারত।

খেলাধূলা