কানাডার উপকূলে সুনামির আঘাত

কানাডার উপকূলে সুনামির আঘাত

ব্রিটিশ কলম্বিয়ার উপকূলে সুনামি আঘাত হেনেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। এ সময় তিনটি ছোট আকারের ঢেউ উপকূলে আঘাত হানে বলে জানা যায়।তবে সুনামির ফলে এখন পর্যন্ত কোন ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার রাতে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর ব্রিটিশ কলম্বিয়া উপকূলে সুনামি সতর্কতা জারি করে সেদেশে সরকার।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা অফিস জানায়, ভূমিকম্প এলাকায় বিশাল ঢেউ এর সাথে তীব্র স্রোত বয়ে যেতে পারে।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল প্রিন্স রুপার্ট থেকে ১৯৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে।ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

স্থানীয় সময় শনিবার রাত ৩টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়। ৫.৮ মাত্রার একটি ভূমিকম্পের কয়েক মিনিট পর ৭.৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

আন্তর্জাতিক