কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন কোর্তোয়া

কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন কোর্তোয়া

অনুশীলন করতে গিয়ে বাঁ পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় চলতি মৌসুমে এখন পর্যন্ত মাঠে নামতে পারেননি থিবো কোর্তোয়া। তবে ইনজুরিকে পাশ কাটিয়ে চলতি মাস থেকে আবার অনুশীলনে ফিরেছিলেন বেলজিয়ান তারকা। এপ্রিল থেকে মাঠের লড়াইয়েও ফেরার কথা ছিল তার। কিন্তু এর আগেই আবারও ছিটকে গেলেন তিনি।

মঙ্গলবার (১৯ মার্চ) অনুশীলন করতে গিয়ে আবারও চোটে পড়েছেন রিয়াল মাদ্রিদের তারকা। স্প্যানিশ গণমাধ্যম মার্কার প্রতিবেদন মতে, চোটে পড়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন কোর্তোয়া। পরীক্ষার পর জানা যায়, এবার ডান পায়ের ইনজুরিতে পড়েছেন এই তারকা।

পরীক্ষার ফলাফল থেকে জানা গেছে, ডান পায়ের মেনিস্কাস ছিঁড়ে গেছে কোর্তোয়ার। এই ইনজুরি সারাতে পায়ের অস্ত্রোপচার করাতে হবে বেলজিয়ান তারকাকে। আর সেই অস্ত্রোপচারের পর সেরে উঠতে লম্বা সময় লাগবে তার। ফলে এই মৌসুমে আর তাকে পাওয়ার তেমন সম্ভাবনা নেই রিয়ালের।

চলতি মৌসুম প্রায় শেষের দিকে। সব লিগেই ট্রফি জেতার সম্ভাবনা রয়েছে রিয়াল মাদ্রিদের। তবে কোর্তোয়ার এই চোট কিছুটা হলেও ব্যাকফুটে ফেলে দিয়েছে দলটিকে। তার বদলি হিসেবে আসা আন্দ্রে লুনিনই এই মৌসুমে গোলরক্ষকের দায়িত্ব পালন করবেন।

খেলাধূলা শীর্ষ খবর