কুয়েতে জনসমাবেশ নিষিদ্ধ

কুয়েতে জনসমাবেশ নিষিদ্ধ

কুয়েতে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভের মুখে একত্রে ২০ জনের বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গত রোববার এবং সোমবার সকালে সহিংসতায় ১০০ জন আহত হওয়ার পর কুয়েতের মন্ত্রিসভা সোমবার ঘোষণা করেছে, সরকারের অনুমতি ছাড়া কুয়েতের কোনো চত্বর বা সড়কে ২০ জনের বেশি লোক একত্রে সমাবেশ করতে পারবে না।
উল্লেখ গত দুইদিনের সরকার বিরোধী বিক্ষোভকে কুয়েতের ইতিহাসে সর্ববৃহত গণবিক্ষোভ বলে মনে করা হচ্ছে। এ সময় বিক্ষোভকারীদের ওপর পুলিশি হামলায় অন্তত ১১০ ব্যক্তি আহত হয়েছেন। কুয়েতের আমীর শেষ সাবাহ আল আহমাদ আস-সাবাহ মধ্যবর্তী নির্বাচনের আগ মুহূর্তে নির্বাচনী আইন সংশোধনের যে নির্দেশ দিয়েছেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই মূলত রোববার হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছিলেন। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার রাতে বিক্ষোভকারী জনতার বিরুদ্ধে যে সহিংস আচরণ করেছে তার প্রতিবাদে গত সোমবার সেদেশের পুলিশ প্রধান আব্দুল আজিজ আল কাত্তাম পদত্যাগ করেছেন।

আন্তর্জাতিক