চোটের মিছিল : স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন মোস্তাফিজ-জাকের

চোটের মিছিল : স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন মোস্তাফিজ-জাকের

প্রথম দুই ওয়ানডের দলে ছিলেন না। তৃতীয় ওয়ানডেতে একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। জোড়া উইকেটও শিকার করেছেন। কিন্তু নিজের দশ ওভারের কোটা পূরণ করতে পারলেন না কাটার মাস্টার। মাঠ ছাড়তে হলো স্ট্রেচারে করে।

ম্যাচের ৪৮তম ওভারে নিজের স্পেলের শেষ ওভার করতে আসেন মোস্তাফিজ। প্রথম বলটা করেছিলেন ওয়াইড। দ্বিতীয় বল করতে গিয়ে রানআপের মধ্যেই আটকে গেলেন মোস্তাফিজ। পরে আবার চেষ্টা করেও আর পারেননি।

জাকের আলী ও এনামুল হকের কাঁধে ভর দিয়ে কিছুটা সময় দাঁড়িয়ে ছিলেন, এরপর স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় থাকে। ৯ ওভারে ৩৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এ বাঁহাতি পেসার।

ধারণা করা হচ্ছে, চট্টগ্রামের গরম আবহাওয়ার কারণে ক্র্যাম্পজনিত সমস্যায় পড়েছেন মোস্তাফিজ। এর আগে, নিজের নবম ওভার করতে এসেও শরীরের ভারসাম্য হারিয়েছিলেন কাটার মাস্টার।

এদিকে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন বদলি ফিল্ডার জাকের আলীও। প্রমোদ মাদুশানের ক্যাচ নিতে গিয়ে সংঘর্ষ হয় এনামুল হক বিজয় ও জাকেরের। এনামুল অবশ্য ক্যাচ নিয়েছেন ঠিকই। তবে জাকের বুকে আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন।

এর আগে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন সৌম্য সরকারও। তবে তার চোট ততটা গুরুতর মনে হয়নি।

খেলাধূলা শীর্ষ খবর