নির্বাচনের দীর্ঘতম প্রচারণায় যোগ দিচ্ছেন ট্রাম্প-বাইডেন

নির্বাচনের দীর্ঘতম প্রচারণায় যোগ দিচ্ছেন ট্রাম্প-বাইডেন

জো বাইডেন ও প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট পদে তাদের দলীয় মনোনয়ন পাওয়ার জন্য পর্যাপ্ত প্রতিনিধি ভোটে জিতেছেন।

মঙ্গলবার দেশটির মিডিয়াগুলোতে প্রদর্শিত পর্যবেক্ষণে বলা হয়, আবার তারা প্রেসিডেন্ট পদে লড়াইয়ের সম্মতি পেলেন এবং মার্কিন ইতিহাসে সাধারণ নির্বাচনের দীর্ঘতম একটি প্রচারণায় যোগ দিচ্ছেন।

জর্জিয়া, মিসিসিপি এবং ওয়াশিংটন রাজ্যের ফলাফলগুলো মূলত একটি পূর্বনির্ধারিত উপসংহার ছিল কারণ প্রেসিডেন্ট বাইডেন এবং প্রতিপক্ষ ট্রাম্প ইতিমধ্যেই সমস্ত প্রাথমিক প্রতিদ্বন্দ্বীদের নিষ্পত্তি করেছেন।

মঙ্গলবারের ভোটে জয়লাভ করা উভয়কেই নভেম্বরের নির্বাচনে তাদের দলের মনোনীত প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় প্রতিনিধিদের সীমানায় ঠেলে দিয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালে আমেরিকার নির্বাচনে বাইডেনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য দরকার হয় ২৭০ ইলেকটোরাল ভোট। নির্বাচনে বাইডেন ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বাইডেনের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তোলেন।

এই অভিযোগ তুলে ট্রাম্প সমর্থকরা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ব্যাপক হামলা ও ভাঙচুর করেন।

আন্তর্জাতিক শীর্ষ খবর