রাজশাহী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প তৃণমূল পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠির জীবিকায়ন ও দারিদ্র দূরীকরণে একটি অত্যন্ত কার্যকর ও সফল কর্মসূচি। শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী একথা বলেছেন।
তিনি সোমবার বিকেলে রাজশাহীর তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘একটি বাড়ি একটি খামার’ পুরস্কার বিতরণ, ২০১২— অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী জিয়াউল বাসেত, বিআরডিবি রাজশাহীর উপ-পরিচালক আসির উদ্দীন, তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিআরডিবি’র কর্মকর্তা সাহিদা মঞ্জুয়ারা খানম প্রমুখ।
এ প্রকল্পের আওতায় তৃণমূল পর্যায়ে গবাদী পশু, হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ ও শাক-সবজি চাষ ইত্যাদি কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। প্রকল্পে তানোর উপজেলার প্রায় দুই হাজার উপকারভোগী পরিবার সম্পৃক্ত রয়েছে।
এতে আরও জানানো হয়, প্রকল্পের মোট সঞ্চয় ৩৭ কোটি ৮৩ লাখ টাকা। চলতি বছরে এ তহবিল দ্বিগুন হবে বলে আশা করা হচ্ছে। এতে মূলধন দাঁড়াবে ২৩৭ কোটি ২৮ লাখ টাকা। চলতি বছরে এ প্রকল্পের আরো ৪৫টি কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। সভায় প্রতিমন্ত্রীকে অবহিত করা হয় যে, পূর্বে অন্যকোনো সরকারের আমলে দেশব্যাপী এ ধরণের জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়নি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ‘একটি বাড়ি একটি খামার’ কর্মসূচির শ্রেষ্ঠ সংগঠকদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন। তিনি উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ল্যাপটপ প্রদান করেন।
পরে সন্ধ্যায় প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা মণ্ডপগুলোতে নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।
এর আগে সকালে প্রতিমন্ত্রী তানোর এ কে সরকার কলেজের দ্বিতল ভবন উদ্বোধন করেন।