মিথুন নিটিংয়ের প্রায় ১০ শতাংশ দর বৃদ্ধি

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দাম বাড়ার শীর্ষে অবস্থান করছে মিথুন নিটিং। এদিন এ কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৯ দশমিক ৯৪ শতাংশ দাম বেড়েছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইট সূত্র মতে, সোমবার মিথুন নিটিং কোম্পানির শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ১২৪ দশমিক ৯ টাকা এবং সর্বনিম্ন ১১৫ টাকা।

এ কোম্পানির শেয়ার সর্বশেষ কেনাবেচা হয় ১২৪ দশমিক ৯ টাকায়। গত কার্যদিবসের এ কোম্পানির সর্বশেষ দাম ছিল ১১৩ দশমিক ৬ টাকা। যা শতাংশ হারে আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯৪ শতাংশ বেশি।

সোমবার দাম পরিবর্তনের দিক দিয়ে ডিএসইর শীর্ষ ১০ কোম্পানি হলো- মিথুন নিটিং ৯ দশমিক ৯৪ শতাংশ, তৃতীয় আইসিবি ৯ দশমিক ৭২ শতাংশ, আমরা টেকনোলজি ৯ দশমিক ৬০ শতাংশ, সোনালী আঁশ ৮ দশমিক ১২ শতাংশ, ইউনাইটেড এয়ারওয়েজ ৮ দশমিক ০৫ শতাংশ, ফাইন ফুডস ৭ দশমিক ১৭ শতাংশ, কোহিনুর কেমিক্যাল ৬ দশমিক ৮৮ শতাংশ, জুট স্পিনিং ৬ দশমিক ৬০ শতাংশ, ডেসকো ৬ দশমিক ৫৯ শতাংশ এবং লিগ্যাসি ফুটওয়্যার ৬ দশমিক ২৫ শতাংশ দাম বেড়েছে।

অর্থ বাণিজ্য