ভারতে টয়লেটের চেয়ে মন্দির বেশি- কিছু দিন আগে এমন মন্তব্য করে সারা দেশে ঝড় তুলেছেন কেন্দ্রীয় পল্লী উন্নয়ন, পানি ও স্যানিটেশন মন্ত্রী জয়রাম রমেশ। কিন্তু সে উত্তাপ কমতে না কমতে আরেক বেফাঁস কথা বলেছেন তিনি। যে বাড়িতে স্বাস্থ্যসম্মত টয়লেট নেই সেখানে মেয়ে বিয়ে না দেওয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দিয়েছেন মন্ত্রী।
রোববার রাজস্থান রাজ্যের কোটা জেলার নিকটবর্তী খাজুরি গ্রামের স্থানীয় নারীদের এক সমাবেশে মন্ত্রী বলেন, “সেই বাড়িতে বিয়ে বসবে না যেখানে কোনো টয়লেট নেই।”
মন্ত্রী বলেন, “বিয়ের আগে গ্রহের প্রভাব জানতে জ্যোতিষির কাছে শুধু রাহু-কেতুর সন্ধান করবে না। তোমার বরের বাড়িতে টয়লেট আছে কি না সে ব্যাপারেও নিশ্চিত হয়ে তারপরই বিয়ের সিদ্ধান্ত নেবে।”
এরপর কোটা জেলার ছোট্ট শহর সাংগুদে ‘নির্মল ভারত যাত্রার’ তৃতীয় সংস্করণের উদ্বোধন করেন মন্ত্রী জয়রাম রমেশ। এর সঙ্গে ‘টয়লেট নেই তো কনে যাবে নয়’ স্লোগান জুড়ে দেন তিনি।
বক্তৃতায় মধ্যপ্রদেশের এক নারীরর গল্প বলেন মন্ত্রী, যিনি বরের বাড়িতে টয়লেট না থাকায় বিয়ের দু’দিন পরেই স্বামীকে ছেড়ে চলে যান।
উল্লেখ্য, ভারতের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখনো মানুষ খোলা আকাশের নিচে প্রাকৃতিক কর্ম সেরে থাকে। অনেক বাড়িতেই স্বাস্থ্যসম্মত পায়খানা নেই। সাম্প্রতিক এক জরিপে পাওয়া গেছে, এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ ভারতে স্বাস্থ্যসম্মত পায়খার চেয়ে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বেশি!