নাইট রাইডার্সের সান্ত্বনার জয়

নাইট রাইডার্সের সান্ত্বনার জয়

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে সান্ত্বনার জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। রোববার গ্রুপের শেষ ম্যাচে তারা ৯৯ রানের বিশাল ব্যবধানে হারায় টাইটান্সকে। নাইট রাইডার্সের এই জয়ে ‘এ’ গ্রুপের সেমিফাইনাল লড়াই জমে উঠেছে।

কলকাতা নাইট রাইডার্স: ১৮৮/৫ (২০)
টাইটান্স: ৮৯/১০  (১৬.৪ ওভার)
ফল: কলকাতা নাইট রাইডার্স ৯৯ রানে জয়ী।

কেপটাউনের নিউল্যান্ডসে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক গৌতম গম্ভীর, দেবব্রত দাস, ব্রেন্ডন ম্যাককালাম ও মানবিন্দর বিসলার ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ে তোলে কলকাতা। গৌতম গম্ভীর ৩৬ বলে ৪৪, ম্যাককালাম ২০ বলে ৩৬, বিসলা ১৪ বলে ২৭ রান করেন। তবে ঝড়ো ব্যাটিংয়ে সবাইকে ছাড়িয়ে যান দেবব্রত দাস। ১৯ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান। তার ইনিংসে ছিলো ৬টি চার ও দুটি ছয়ের মার।

১৮ রানে দুই উইকেট নেন ফর ডার মারউই। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন এমভালাতি, কর্নেলিয়াস ডি ভিলিয়ার্স ও ডেভিড উইয়েস।

জবাবে ব্যাট করতে নেমে লক্ষীপতি বালাজি, ইকবাল আব্দুল্লাহ ও মনোজ তিওয়ারির মারাত্মক বোলিংয়ে শতরানের আগেই গুটিয়ে যায় টাইটান্সের ইনিংস। মাত্র তিন ব্যাটসম্যান দুই অংকের রান সংগ্রহ করতে সক্ষম হন।

সর্বোচ্চ ২৫ রান করেন জ্যাক রুডলফ। এছাড়া হেনরি ডেভিডস ১৩ ও হেইনো কুন ১০ রান করেন।

১৯ রান খরচে চারটি উইকেট নেন বালাজি। এছাড়া ইকবাল আব্দুল্লাহ ও তিওয়ারি প্রত্যেকেই পেয়েছেন দুটি করে উইকেট।

অনবদ্য ব্যাটিংয়ের জন্য ম্যাচ সেরা হন নাইট রাইডার্সের দেবব্রত দাস।

টাইটান্সের এই হারে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালের সম্ভাবনা উজ্জ্বল করেছে দিল্লি ডেয়ারডেভিলস। ৩ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দিল্লী। সমান ম্যাচে টাইটান্সের সংগ্রহ ৮। টাইটান্সের বড় হারে নিট রানরেটেও এগিয়ে রয়েছে দিল্লী। এই গ্রুপ থেকে সেমিফাইনালের লড়াইয়ে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ডও।

খেলাধূলা