পার্থকে হারিয়ে সেমিফাইনালের পথে দিল্লী

পার্থকে হারিয়ে সেমিফাইনালের পথে দিল্লী

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির ‘এ’ গ্রুপের লড়াইয়ে রোববার গুরুত্বপূর্ণ ম্যাচে পার্থ স্কর্চার্সকে তিন উইকেটে হারিয়ে সেমিফাইনালের সম্ভাবনা জোরালো করেছে দিল্লী ডেয়ারডেভিলস। দিনের অপর ম্যাচে টাইটান্সকে হারিয়ে দিল্লীর সেমিফাইনালের পথকে সুগম করে কলকাতা নাইট রাইডার্স।

পার্থ স্কর্চার্স: ১২১/৫ (২০ ওভার)
দিল্লী ডেয়ার ডেভিলস: ১২৩/৭ ( ১৯.৩ ওভার)
ফল: দিল্লী ডেয়ারডেভিলস তিন উইকেটে জয়ী।

কেপটাউনের নিউল্যান্ডসে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে মর্নে মরকেল ও অজিত আগারকারের বোলিং তোপে বড় সংগ্রহ করতে পারেনি পার্থ স্কর্চার্স। শন মার্শ, সাইমন ক্যাটিচ ও মিচেল মার্শের ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে ১২১ রানের সাদামাটা সংগ্রহ গড়ে অসি বাহিনী।

মর্কেল ১৯ রানে তিনটি ও আগারকার ১৪ রানে দুটি উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি দিল্লীও। নাথান রিমিংটন, জো মেনি ও মাইকেল রিয়ারের বোলিংয়ে একমাত্র শেবাগ ছাড়া বুক চিতিয়ে ব্যাট করতে পারেনি কোনো ব্যাটসম্যানরাই। লো স্কোরিং ম্যাচটিতে শেবাগের অর্ধশতকে শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতেই জয় তুলে নেয় দিল্লী।

শেবাগ ৪৪ বলে ৪টি চার ও এক ছয়ে ৫২ রান করেন। এছাড়া ইরফান পাঠান ১৪ ও অজিত আগারকার ১১ (অপঃ) রান করেন।

রিমিংটন, মেনি ও বিয়ার প্রত্যেকেই দুটি করে উইকেট পান।

ম্যাচ সেরা হয়েছেন অজিত আগারকার।

এই জয়ে তিন ম্যাচে দিল্লীর ডেয়ারডেভিলসের সংগ্রহ ১০ পয়েন্ট। ‘এ’ গ্রুপে সেমিফাইনালের দৌড়ে থাকা দিল্লীর নিকটতম প্রতিদ্বন্দ্বী টাইটান্সের সংগ্রহ ৮।

খেলাধূলা