কৃষকের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না : কৃষিমন্ত্রী

কৃষকের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, আমরা যদি কৃষকের উন্নতি করতে পারি, তবে মাননীয় প্রধানমন্ত্রীর সেই স্লোগান ‘কৃষক বাচলে দেশ বাচবে’ তা বাস্তবায়িত হবে। তাই কৃষকের উন্নয়নে যা যা করা দরকার আমরা তা করব। কারন কৃষকের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না।
কৃষিমন্ত্রী বৃহস্পতিবার বিকেল ৫টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।
বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজি লিটন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, দ্বারিকা পাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় প্রমুখ।

বাংলাদেশ শীর্ষ খবর