মার্কিন-ব্রিটিশ কর্মীদের ইয়েমেন ছাড়ার নির্দেশ হুতিদের

মার্কিন-ব্রিটিশ কর্মীদের ইয়েমেন ছাড়ার নির্দেশ হুতিদের

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জাতিসংঘ ও তার সংস্থার সকল মার্কিন ও ব্রিটিশ কর্মীকে এক মাসের মধ্যে সে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে।
জাতিসংঘের একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকে লেখা ২০ তারিখের একটি চিঠিতে হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানা কর্তৃপক্ষ এসব কর্মীকে ইয়েমেন ছাড়ার জন্যে এক মাসের সময় বেঁধে দিয়েছে। এর মধ্যেই তাদেরকে ইয়েমেন ত্যাগের প্রস্তুতি নিতে হবে এবং এ বিষয়ে চিঠির মাধ্যমে ২৪ ঘন্টার নোটিশ দেয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘের একজন কর্মকর্তা চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ইয়েমেনে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী পিটার হকিন্স নিজেও একজন ব্রিটিশ।

গাজায় ইসরাইলের অব্যাহত নৃশংস অভিযানের কারণে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী ইসরাইল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাতে শুরু করে। এ প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে আসছে।
উল্লেখ্য, ইয়েমেনে প্রায় এক দশক ধরে গৃহযুদ্ধ চলছে। হুতিরা সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। এ কারণে দেশটিতে তীব্র মানবিক সংকট চলছে।

আন্তর্জাতিক শীর্ষ খবর