সাবেক রেলপথমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারের গাড়িচালক আজম খানকে তলব করে এ পর্যন্ত দু`বার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তিনি সাড়া না দেওয়ায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার বিকেলে অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে দুদকের প্রধান কার্যালয়ে অপেক্ষমান সাংবাদিকদের একথা বুলেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান।
তিনি বলেন, “তাকে (আজম খানক) দুদকে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে কিন্তু তিনি দুদকের ডাকে সাড়া না দিয়ে আইন লঙ্ঘন করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য যদি কাউকে ডাকা হয়, তিনি যদি সাড়া না দেন তাহলে সে জন্য আইনে যে ব্যবস্থা আছে তা নেওয়া হবে।“
“আইনি ব্যবস্থাটি কি?“–এ প্রশ্ন করা হলে দুদক চেয়ারম্যান বলেন, “আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হবে।“ “জিজ্ঞাসাবাদে হাজির না হলে মামলায় শাস্তি ৩ বছর“ বলে জানান তিনি ।
দুদক চেয়ারম্যান বলেন, “আমরা তার প্রতি নমনীয় থাকতে চাই। মানবিক দিকটা প্রথমে বিবেচনা করতে চাই। তিনি যদি দুদকে জিজ্ঞাসাবাদের জন্য আসতে নিরাপত্তাহীন বোধ করেন তাহলে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে তার নিরাপত্তার জন্য বলবো।“
পূর্ব রেলে নিয়োগ বাণিজ্যে ঘুষ কেলেঙ্কারির বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন মনে করায় দুদক তাকে দু`বার তলব করেছে বলে জানান গোলাম রহমান।
“আবার তলব করে নোটিশ পাঠানো হবে কি-না!“ এ প্রশ্নের উত্তরে দুদক চেয়ারম্যান বলেন, “তিনি দুদকের ডাকে সাড়া না দিলে আমরা শিগগিরই একটা ব্যবস্থা নিবো। খুব বেশি দেরি করা যাবে না।“
সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে অজ্ঞাত স্থান থেকে সাক্ষাৎকার দেন আজম খান । ওই সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ৯ এপ্রিল রাতে টাকার গাড়ি মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় যাচ্ছিলো। তার এ বক্তব্যে সর্ব মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হলে সুরঞ্জিত সেনগুপ্ত আজমের এ বক্তব্যকে ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, তার বিরুদ্ধে ঘুষ কেলেংকারির অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না।
উল্লেখ্য, চলতি বছরের ৯ এপ্রিল রাতে পিলখানায় বিজিবি সদর দপ্তরের ফটকে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুকের গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায়। পূর্বাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা এবং রেল পুলিশের কমান্ড্যান্ট এনামুল হকও ওই গাড়িতে ছিলেন। বিজিবি দপ্তরে ওই গাড়ি হঠাৎ ঢুকিয়ে দেন আজম। ঘটনার পর থেকে “টক অব দ্য টাউন“ হয়ে ওঠা এই গাড়িচালক পলাতক রয়েছেন।