ফ্রান্সের প্রেসিডেন্টকে হুঁশিয়ারি

ফ্রান্সের প্রেসিডেন্টকে হুঁশিয়ারি

জঙ্গিদের হাতে আটক ফরাসি নাগরিককে উদ্ধারে শক্তি প্রয়োগ করা হলে বন্দিদের হত্যা করা হতে পারে বলে উত্তর আফ্রিকা আল কায়েদার এক নেতা ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দকে সতর্ক করেছে। গত শনিবার মৌরিতানিয়ার সংবাদ সংস্থা এএনআই�কে দেওয়া এক সাক্ষাৎকারে ওই হুঁশিয়ারি দেন আল কায়েদা ইন ইসলামিক মাঘরেব (একিউআইএম) এর প্রধান ইয়াহিয়া আবু হাম্মাম।
চলতি মাসের প্রথমদিকে একিউআইএম�র শীর্ষ নেতার দায়িত্ব নেন আবু হাম্মাম। এর পর এএনআই�কে দেওয়া প্রথম সাক্ষাৎকারে তিনি বলেন, �জিহাদিদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই বন্দিদের মুক্ত করার প্রতিশ্র�তি দিয়েছেন ওলান্দ। আমাদের সঙ্গে থাকা ফরাসি বন্দিদের আ�ীয়দের কাছে আমি একটি বার্তা পাঠাতে চাই : লড়াই করার যে সিদ্ধান্ত ওলান্দ নিয়েছেন তার অর্থ হচ্ছে তিনি বন্দিদের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেছেন, এই সিদ্ধান্তের জন্য তিনিই দায়ী থাকবেন।�
চলতি সপ্তাহের শুরুতে কূটনীতিকরা জানিয়েছিল, মালির জঙ্গিরা ফ্রান্সের মাটিতে হামলা চালানোর হুমকি তৈরি করছে এমন আশঙ্কায় মালির আল কায়েদার সঙ্গে সম্পর্কিত জঙ্গিদের দমনের জন্য সামরিক অভিযানের প্রস্তুতি জোরদার করছেন প্রেসিডেন্ট ওলান্দ।
হাম্মাম দাবী করেছেন, ওলান্দ তার পূর্বসুরি নিকোলা সারকোজির মতোই আক্রমাণা�ক নীতি গ্রহণ করতে যাচ্ছেন যা বন্দিদের জন্য মারা�ক পরিণতি বয়ে আনতে পারে। এ প্রসঙ্গে তিনি ২০১০ সালে জঙ্গিদের হাতে নিহত বন্দি মিচেল জার্মানিউ এর কথা তোলেন। সারকোজির নির্দেশে জার্মানিউকে উদ্ধারে চালানো ফরাসি সামরিক অভিযান ব্যর্থ হলে তাকে হত্যা করা হয়।

আন্তর্জাতিক