রোববার বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথমে সূচক বাড়লেও পরে তা কমতে থাকে। দুপুর দেড়টায় ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ৪৫৯ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে দশমিক ৭৩ পয়েন্ট বেশি।
তিন ঘণ্টায় হাতবদল হয় প্রায় ২৬৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৭৩টি শেয়ারের, কমে ১৬১টির এবং অপরিবর্তিত ছিল ১৯টির দাম।
গত সপ্তাহের শেষ দিন সূচকে যোগ হয় প্রায় ১ দশমিক ৭৭ পয়েন্ট। লেনদেন হয় ৩৬৯ কোটি টাকার শেয়ার।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে প্রায় ২৪ পয়েন্ট। দিনে গড়ে লেনদেন হয় প্রায় ৪৯৯ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৩ শতাংশ কম।