গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের জাপা�র এমপি কর্ণেল (অবঃ) ডাঃ আব্দুল কাদের খানের সাথে উপজেলার জাতীয় পার্টির দ্বিধা-বিভক্ত নেতাকর্মীদের একাত্ত্বতা ঘোষনা উপলক্ষ্যে গত রোববার ছাপরহাটির খান পাড়ায় এমপি�র বাসভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য কর্ণেল (অবঃ) ডাঃ আব্দুল কাদের খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহঃ সভাপতি মাওলানা আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, পৌর জাপা�র সভাপতি আলহাজ্ব মশিউর রহমান, উপজেলা জাপা�র সাবেক সভাপতি আব্দুল মতিন বিএসসি, সোনারায় ইউনিয়ন সভাপতি আনসার আলী সরদার, চন্ডিপুর ইউনিয়ন সভাপতি আলহাজ্ব জামিল উদ্দিন, বামনডাঙ্গা ইউনিয়ন সভাপতি জহুরুল ইসলাম বাদশা, চন্ডিপুর ইউনিয়ন সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুল হামিদ, ধোপাডাঙ্গা ইউনিয়নের সাধারণ সম্পাদক মমতাজ আলী প্রমুখ। সভায় ১৫ ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত থেকে ফুলের তোড়া দিয়ে এমপি�র সাথে একাত্ত্বতা ঘোষণা করেন। উল্লেখ্য গত সংসদ নির্বাচনে উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াহেদুজ্জামান সরকার বাদশার পরিবর্তে কর্ণেল ডাঃ আব্দুল কাদের খানকে মহাজোট থেকে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হন। তখন থেকে বাদশা সমর্থিত উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন নেতাকর্মীরা এমপি�র কাছ থেকে দূরে সরে ছিলেন। দীর্ঘদিন পর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা একাত্ত্বতা ঘোষণা করায় সুন্দরগঞ্জে জাতীয় পার্টির অবস্থান আরো সুদৃঢ় হল। সভাপতির বক্তব্যে এমপি কর্ণেল ডাঃ আব্দুল কাদের খান বলেন, আগামী নির্বাচনের জন্য জাপা নেতাকর্মীদের প্রস্তুত হতে হবে। পল্লীবন্ধু এরশাদ এককভাবে নির্বাচনের ঘোষনা দিয়েছেন। তার ঘোষনায় সারা দেশে জাতীয় পার্টির পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। দেশবাসী আবারো সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদকে রাষ্ট্রিয় ক্ষমতায় দেখতে চায়। তাই জাতীয় পার্টিকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, সুন্দরগঞ্জে যে উন্নয়ন হয়েছে তা বিগত কোন সময়ে হয়নি। এলাকার রাস্তাঘাট ব্রীজ কালভার্টসহ শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন হয়েছে বর্তমান সরকার আমলে। সকলের সহযোগিতায় সারাদেশের মধ্যে সুন্দরগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা গঠন করা হবে। সুন্দরগঞ্জকে আরো সুন্দর করতে আমার প্রচেস্টা অব্যহত থাকবে। এর আগে এমপি সাংবাদিকদের সাথে এলাকার সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে মতবিনিময় করেন।