বিশ্বব্যাংকের পূর্বাভাস: প্রবৃদ্ধি হবে ৬ শতাংশ

বিশ্বব্যাংকের পূর্বাভাস: প্রবৃদ্ধি হবে ৬ শতাংশ

বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়ে বলেছে, চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৬ শতাংশের বেশি হবে না।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংক কার্যালয়ে বাংলদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বহুজাতিক সংস্থাটির সিনিয়র ইকোনমিস্ট জাহিদ হোসেন একথা বলেন।

এর আগে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ)  একই ধরনের পূর্বাভাস দেয়।

বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালান গোল্ডস্টাইন সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন।

অবশ্য দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর তুলনায় ২০১২-১৩ অর্থবছরে ৬ শতাংশ প্রবৃদ্ধিকেও বাংলাদেশের জন্য “স্বাস্থ্যকর” বলে উল্লেখ করে তিনি।

ইকোনমিস্ট জাহিদ হোসেন বলেন, “আইএমএফ প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে প্রবৃদ্ধির পূর্বাভাসের দিক দিয়ে বিশ্বের ১৫০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৫তম।”

জাহিদ হোসেন জানান, পূর্বাভাস অনুযায়ী এবার ভারত ৬ শতাংশ, পাকিস্তান ৩ দশমিক ৩ শতাংশ, শ্রীলংকা ৬ দশমিক ৭ শতাংশ, নেপাল ৩ দশমিক ৬ শতাংশ, মালয়েশিয়া ৪ দশমিক ৭ শতাংশ, ভিয়েতনাম ৫ দশমিক ৯ শতাংশ, ও চীন ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে।

এর আগে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৬ শতাংশ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৬ দশমিক ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দেয় বাংলাদেশের জন্য।

গত ২০১১-১২ অর্থবছরে বাংলাদেশ ৬ দশমিক ৩২ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে।

অর্থ বাণিজ্য