পাকিস্তান অলস্টার একাদশ ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড একাদশের বিপক্ষে আয়োজিত দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বড় জয় পেয়েছে। গত শনিবার তাবিস খানের হ্যাট্টিকে স্বাগতিকরা ৮৪ রানে হারায় ওয়ার্ল্ড একাদশকে।
এর আগে পাকিস্তান একাদশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শাহজাইব হোসেন ও উমর আকমলের হাফ সেঞ্চুরির ওপর ভর করে স্বাগতিক দলের সংগ্রহ দাঁড়ায় সাত উইকেটে ২২২ রান। জবাবে আট উইকেটে মাত্র ১৩৮ রান তুলতে সক্ষম হয় বিশ্ব একাদশ। পাকিস্তানের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ইমরান নাজির ও শাহজাইব হোসেনের উদ্বোধনী জুটিতে আসে ৮৩ রান। নাজির আউট হন ব্যক্তিগত ২৯ রানে। শাহজাইব করেন ৫৪ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করে অপরাজিত থাকেন উমর আকমল।
২২৩ রানের কঠিন লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় বিশ্ব একাদশ। একপর্যায়ে ৫২ রানেই ছয় উইকেটের পতন ঘটে সনৎ জয়াসুরিয়ার দলের। তাবিস খান ইনিংসের সপ্তম ওভারে পর পর তিন বলে তিনটি উইকেট তুলে নেন। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন শাপুর জারদান। ইনিংস শেষ হওয়ার সময় ২৭ রানে অপরাজিত থাকেন বসম্যান। পাকিস্তান একাদশের হয়ে তাবিস তিনটি, ওয়াহাব রিয়াজ দুটি ও আনোয়ার আলী একটি উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান একাদশ: ২২২/৭ (২০ ওভার)
উমর আকমল ৬৭*, শাহজাইব ৫৪
শাবালালা ৩/২০, জাদরান ২/৩৮
বিশ্ব একাদশ: ১৩৮/৮ (২০ ওভার)
জাদরান ৪২, বসম্যান ২৭*
তাবিস ৩/২৫, ওয়াহাব ২/১৭
ফল: পাকিস্তান একাদশ ৮৪ রানে জয়ী।