মার্কিন নির্বাচনের আগে লাদেন হত্যার ছবি

আল কায়দার সাবেক শীর্ষ নেতা ওসামা বিন লাদেন হত্যার ঘটনা নিয়ে নির্মিত একটি ছবির মহরত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দু`দিন আগে।

বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার নির্ব‍াচন প্রচার অভিযানের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে গত মাসে ইংল্যান্ডে এক অনুষ্ঠানের আয়োজন করেন হলিউডের প্রখ্যাত প্রযোজক হার্ভে উইন্সটাইন।

তিনিই মূলত  লাদেন হত্যার ঘটনা নিয়ে নির্মিত ‘সিল টিম সিক্স : দ্য রেইড অন ওসামা বিন লাদেন’ নামের ছবিটির পরিবেশক হিসেবে কাজ করছেন।

মহরতের সময় দেখেই বোঝা যাচ্ছে, লাদের হত্যার সাফল্যের ওপর ভিত্তি করেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নেতৃত্ব স্থিতিশীল করতে যাচ্ছেন ওবামা।

ছবিটিতে যে ঘটনা তুলে ধরা হয়েছে তা হলো, ২০১১ সালের ২ মে তার নির্দেশে মার্কিন নৌবাহিনীর বিশেষ দল নেভি সিল পাকিস্তানি ভূখণ্ডে রাতের আঁধারে দুঃসাহসিক অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করে।

‘সিল টিম সিক্স : দ্য রেইড অন ওসামা বিন লাদেন’ নামের ছবিটি পরিচালনা করেছেন জন স্টকওয়েল। এনজিসি (ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল), আগামী ৪ নভেম্বর মহরতের পর ছবিটি চলচ্চিত্র বিষয়ক ওয়েবসাইট নেটফ্লিক্সে ছাড়া হবে।

আন্তর্জাতিক বিনোদন