প্রয়াত হলেন যশ চোপড়া

প্রয়াত হলেন যশ চোপড়া

বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়া মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

রোববার মুম্বাইর লীলাবতী হাসপাতালে তার মৃত্যু হয়।

সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর যশ চোপড়াকে হাসপাতালে ভর্তি করা হয়। শিগগিরই হাসপাতাল থেকে ছাড়া পাবারও কথা ছিল বলে জানা গেছে।

যশ চোপড়ার সর্বশেষ (২২তম) পরিচালিত চলচ্চিত্র ‘যাব তাক হ্যায় জান’ আগামী দিওয়ালিতে (১৪ নভেম্বর) মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও আনুষ্কা শর্মা অভিনয় করেছেন।

গত সেপ্টেম্বরেই চলচ্চিত্র নির্মাণ থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন প্রবীণ এ নির্মাতা। ১৯৩২ সালের ২৭ সেপ্টেম্বর অবিভক্ত ভারতের লাহোরে জন্মগ্রহণ করেন যশ চোপড়া। ১৯৫৯ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত প্রথম ছবি ‘ধুল কা ফুল’। পরবর্তী সময়ে ‘ওয়াক্ত’, ‘ইত্তেফাক’, ‘দিওয়ার’, ‘কালা পাথর’, ‘সিলসিলা’, ‘চাঁদনি’, ‘ডর’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘বির-জারা’ ছাড়াও মোট ২২টি ছবি পরিচালনা করেন তিনি।

কাজের স্বীকৃতি হিসেবে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন পদ্মভূষণ খেতাবপ্রাপ্ত এই গুণী নির্মাতা। এ ছাড়া ফ্রান্সের লিজিয়ন অব অনার, পুসান চলচ্চিত্র উত্সব থেকে এশিয়ার সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার, ফিল্মফেয়ার, আইফা, দাদা সাহেব ফালকে, কিশোর কুমার পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন যশ চোপড়া।

বিনোদন