মহেশপুরকে দালাল ও সিন্ডিকেটমুক্ত করতে চাই
আইন-শৃঙ্খলা সভায় এমপি সালাহ উদ্দিন মিয়াজী
মহেশপুর,প্রতিনিধিঃ
মহেশপুরকে দালাল ও সিন্ডিকেটমুক্ত করতে চাই সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অবঃ প্রাপ্ত সালাহ উদ্দিন মিয়াজী এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন ,এক দিনে সবকিছু পরিবর্তন করা সম্ভব না তবে আমার আগমন পরিবর্তনের জন্য। আমি আপনাদের সহযোগিতায় কাজ করতে চাই। তিনি বলেন মাদ্রক একটি সামাজিক ব্যাধি। আমাদেরকে মাদ্রক নিরমুল করতে হবে,বল্যাবিবাহ শূণের কোঠায় নিয়ে আসতে হবে। আতœহত্যার কথা শুনে আসছি এখন দেখছি গত মাসের রিপোর্টে আতœহত্যা মহেশপুরে শীর্ষে অবস্থান করছে। তিনি সকল আতœহত্যা কেসইস্টাডি করার জন্য নির্দেশনা দেয়। তিনি প্রশাসন সহ সকল সরকারী কর্মকর্তাকে বলেন আমার নাম ভাঙ্গীয়ে কেউ কোন অনৈতিক সুযোগ গ্রহণ করতে না পারে,সীমান্তবর্তী দালালচক্র বা সিন্ডিকেট অবৈধ লেনদেন বন্ধ করতে হবে। সকলের উদ্দেশ্যে তার বক্তব্য পূর্বের কথা বলেন, আমি দিতে এসেছি নিতে আসিনি। অহেতুক সাধারণ মানুষ হয়রানী না হয় সেবিষয়ে সর্তক থাকার জন্য প্রশাসকের প্রতি অনুরোধ রাখেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, পৌর মেয়র আব্দুর রশিদ খানঁ, উপজেলা আঃলীগের সভাপতি সাজ্জাদুর ইসলাম সাজ্জাদ,মহেশপুর থানার ওসি ইসমাইল হোসেন।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আবু তালেব বিশ্বাস ,ইউপি চেয়ারম্যান গোলাম হালদার নান্টু,আমিনুর রহমান প্রমুখ।