চোখের চিকিৎসায় লন্ডনে যাচ্ছেন সাকিব

চোখের চিকিৎসায় লন্ডনে যাচ্ছেন সাকিব

চোখের সমস্যা নিয়ে গত অক্টোবর-নভেম্বরে ভারতে হয়ে যাওয়া বিশ্বকাপে খেলেছেন সাকিব আল হাসান। চোখের রেটিনার সমস্যা নিয়ে দিল্লীতে শ্রীলঙ্কার বিপক্ষে করেছেন ৮২ রানের ম্যাচ উইনিং ইনিংস।
চোখের সমস্যার পাশাপাশি আঙুলে চোটের কারনে মিস করেছেন নিউ জিল্যান্ডের বিপক্ষে হোম এন্ড অ্যাওয়ে সিরিজ।
বিশ্বকাপের সময় দুই দফা ভারতে চিকিৎসক দেখিয়েছেন সাকিব।বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রে গিয়েও চোখের চিকিৎসক দেখিয়েছেন। ঢাকায় দুজন চক্ষু বিশেষজ্ঞ দেখিয়েছেন।
চোখের এই সমস্যা নিয়ে করেছেন জাতীয় নির্বাচন। জিতেছেন মাগুরা-১ সংসদীয় আসন থেকে। তবে জাতীয় নির্বাচনের প্রচার-প্রচারণায় রাত-দিন কাটানোয় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নির্বাচন শেষে অনুশীলনে ফেরার পর আবার চোখের সমস্যাও ফিরে আসে।
আসন্ন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন বলে নির্বাচনে জিতে পরদিন থেকে শুরু করেছিলেন অনুশীলন। তবে চোখের সমস্যায় স্বাভাবিক অনুশীলনে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।
সাকিবকে চশমা পরে রংপুর রাইডার্সের অনুশীলনে ব্যাটিং করতে দেখা গেছে। পরিস্থিতির মুখে চোখের চিকিৎসা করতে রোববার লন্ডন যাচ্ছেন সাকিব আল হাসান। বিপিএল শুরুর আগেই তাঁর ফিরে আসার কথা। বিসিবির মেডিকেল বিভাগের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

খেলাধূলা শীর্ষ খবর