ফিলিপাইনের উপকূলবর্তী প্রশান্ত মহাসাগরের তলদেশে মঙ্গলবার প্রথম প্রহরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৭। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে।
মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, এতে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের একেবারে অগ্রভাগ সারঙ্গানি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে সমুদ্র তলদেশের ৭০ কিলোমিটার গভীরে আঘাত হানে।
ফিলিপাইনের ভৌগলিক অবস্থান প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ারে হওয়ায় দেশটিতে মাঝেমধ্যেই ভূমিকম্প আঘাত হানতে দেখা যায়।
এএফপির খবরে বলা হয়, গত মাসে মিন্দানাও দ্বীপে রিখটার স্কেলে ৭.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে সেখানে সুনামির সতর্কতা জারি করা হয়। এ ভূমিকম্পের ঘটনায় কমপক্ষে তিনজন প্রাণ হারায়।
খবর এএফপি