এক্সিম ব্যাংকের পারফর্ম্যান্স রিভিউ সম্মেলন অনুষ্ঠিত

এক্সিম ব্যাংকের পারফর্ম্যান্স রিভিউ সম্মেলন অনুষ্ঠিত

চলতি বছরের শুরুতে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা এবং বছরের বাকি সময়ের জন্য পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সম্মেলনের এক্সিম ব্যাংকের অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজধানীর গুলশানের ইমানুয়েলস ব্যাংকোয়েট হলে অনুষ্ঠিত দিনব্যাপী এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

সম্মেলনে এক্সিম ব্যাংকের সব শাখা ব্যবস্থাপকরাসহ প্রধান কার্যালয় ও আঞ্চলিক অফিসের নির্বাহীগণ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যসহ ব্যাংকের উপদেষ্টা এবং প্রধান কার্যালয়ের উর্দ্ধতন নির্বাহীরা।

প্রধান অতিথির বক্তব্যে মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, “আর্থিক খাতের একটি প্রতিষ্ঠান যদি তার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে পরিকল্পনা প্রণয়নে দক্ষতার পরিচয় দিতে না পারে, তবে সে প্রতিষ্ঠান প্রতিযোগিতায় টিকতে পারবে না। এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সব সময়ই দক্ষতার সঙ্গে কার্য-পরিকল্পনা প্রণয়ন করে এসেছে। ব্যাংকের কার্যক্রম বিশ্লেষণ করে বছরের শুরুতে পুরো বছরের জন্য যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল, বিভিন্ন প্রতিকুলতার মধ্যেও সে পরিকল্পনা বাস্তবায়নে আমরা অগ্রগতি অব্যাহত রাখতে পেরেছি।”

বছরের বাকি সময়েও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জনের জন্য তিনি শাখা ব্যবস্থাপকদের উদ্দেশে বলেন, “আপনাদের দক্ষতা এবং সফলতার ওপর ব্যাংকের সাফল্য নির্ভরশীল। তাই সবাইকে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।”

একই সঙ্গে ২০১২ সালের জন্য ব্যাংক কর্তৃক নির্ধারিত সব লক্ষ্যমাত্রা অর্জনে সচেষ্ট হওয়া এবং সব লেনদেনের ক্ষেত্রে শরিয়াহ নীতিমালা সঠিকভাবে অনুসরণ করার জন্য তিনি সকলকে আহ্বান জানান।

স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ব্যাংকের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। তিনি সব ব্যবসায়িক সম্ভাবনা ও প্রতিকূলতা নিয়ে আলোচনা করেন এবং এ সব প্রতিকূলতা অতিক্রম করে বছরের বাকি সময়ে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য গঠনমূলক ও সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি আমানত, বিনিয়োগ, আমদানি, রফতানি এবং মুনাফা বাড়ানোর পাশাপাশি  গ্রাহক-ব্যাংকারের মধ্যকার সুসম্পর্ক সৃষ্টির জন্য আহবান জানান।

অর্থ বাণিজ্য