ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরে একটি সামরিক কনভয়ে বন্দুকধারীদের হামলায় একজন নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায় স্থানীয় একটি হোটেল থেকে বের হওয়ার সময় সামরিক কনভয়টিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে বন্দুকধারীরা।
কাশ্মীরের পুলিশ প্রধান এস এম সাহাই জানান, হোটেল থেকে বের হওয়া সামরিক বহরের ওপর হামলার পরিকল্পনা করে বন্দুকধারীরা। পরে হোটেলটিতে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে তারা। এ সময় হোটেলটির এক কর্মচারী নিহত এবং অপর দুই জন আহত হয় বলে জানান তিনি।
তিন চারজন বন্দুকধারী এ হামলার পেছনে আছে বলে কর্তৃপক্ষ ধারণা করছে। তাদের খোঁজে এখন ওই এলাকায় তল্লাশি চলছে বলে জানান কাশ্মীরের পুলিশ প্রধান।
উল্লেখ্য, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে কাশ্মীরে ভারতীয় শাসনের বিরুদ্ধে লড়াই করছে বেশ কিছু সশস্ত্র সংগঠন।
হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও একটি ভারতীয় পত্রিকা অসমর্থিত সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, পাকিস্তান ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘লস্কর ই তৈয়বা’ এ হামলার সঙ্গে জড়িত।
কাশ্মীর বর্তমানে ভারত ও পাকিস্তানের মাঝে বিভাজিত। উভয় দেশই কাশ্মীরকে নিজেদের অংশ বলে মনে করে। অপরদিকে নিজেদের স্বশাসনের অধিকার দাবি করে আসছে বেশিরভাগ কাশ্মীরী স্বাধীনতাকামী সংগঠন।
নয়াদিল্লির শাসন থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে অব্যাহত এ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে এ পর্যন্ত নিহত হয়েছেন দশ হাজারেরও বেশি কাশ্মীরি। তাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।