ম্যানচেস্টার ইউনাইটেডের ২৫ শতাংশ কিনলেন ব্রিটিশ ধনকুবের

ম্যানচেস্টার ইউনাইটেডের ২৫ শতাংশ কিনলেন ব্রিটিশ ধনকুবের

ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ২৫ শতাংশ শেয়ার কিনে নিলেন ব্রিটিশ ধনকুবের স্যার জিম র‌্যাটক্লিফ।
এই শেয়ার কিনতে তাকে খরচ করতে হচ্ছে ১২৫ কোটি পাউন্ড বাংলাদেশি মুদ্রায় যা ১৭ হাজার ৩৮৬ কোটি টাকা। চুক্তি অনুযায়ী ক্লাব পরিচালনার নিয়ন্ত্রণ নেবে তাঁর প্রতিষ্ঠান ইনেওস গ্রুপ লিমিটেড।
ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিতে বেশ কয়েকবার প্রস্তাব দিয়েছিলেন বিশ্বের চতুর্থ শীর্ষ রাসায়নিক কোম্পানির মালিক স্যার জিম র‌্যাটক্লিফ। তবে ইউনাইটেডের বর্তমান মালিক গ্লেজার পরিবারের অযৌক্তিক দামে সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন তিনি।
শেষ পর্যন্ত সফলই হলেন ৭১ বছর বয়সী এই ব্রিটিশ ধনকুবের।
ইউনাইটেডের মালিকানা ২০০৫ সালে ৭৯ কোটি পাউন্ডে কিনে নেয় গ্লেজার পরিবার। গত বছরের নভেম্বরে এই পরিবার প্রথমবার মালিকানা বিক্রির কথা জানায়। ১৩ মাসের মাথায় মালিকানার সিকি ভাগ বিক্রির ঘোষণা এলেই তা লুফে নেন ব্রিটিশ ধনকুবের।
ধনকুবের র‌্যাটক্লিফের জন্ম ম্যানচেস্টারেই। তিনি ইউনাইটেডের আজীবন ভক্ত।
এর আগে ক্লাবটির সম্পূর্ণ মালিকানা কিনে নিতে ৫শ’ কোটি পাউন্ড দাম হাঁকিয়েছিলেন কাতারের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে জসিম বিন হামাদ বিন খালিফা আল থানি। এমনকি ক্লাবের সব দেনাও মেটাতে চেয়েছিলেন। কিন্তু গ্লেজার পরিবার ক্লাবের পুরো মালিকানা বিক্রি করতে রাজি হয়নি।

খেলাধূলা শীর্ষ খবর