সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে ‘মৎস্য উৎপাদন ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন’ সর্ম্পকিত এক মতবিনিময় সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- স্থানীয় এমপি গাজী ইসহাক হোসেন তালুকদার।
এ ছাড়া মৎস্য সচিব উজ্জল বিকাশ দত্ত, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, রাজশাহী বিভাগের মৎস্য উপপরিচালক এম.আই. গোলজার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা হরেন্দ্রনাথ সরকার, তাড়াশ উপজেলা চেয়ারম্যান গাজী আমজাদ হোসেন মিলন, রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুস ছাত্তার, রায়গঞ্জ উপজেলা নির্বহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম শিহাবসহ, পাবনা ও সিরাজগঞ্জের জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাব-১২ এর কমান্ডিং অফিসার, ৪টি উপজেলার ইউএনও, মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।