বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে ৪০ লাখ টাকার অনুদান দেবে ২২ ব্যাংক

বন্যপ্রাণী সংরক্ষণে এগিয়ে এলো দেশে কার্যরত ২২টি তফসিলি ব্যাংক। ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) পক্ষে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে ২২ লাখ টাকা নগদ অনুদানসহ বিভিন্ন সরঞ্জাম মিলিয়ে প্রায় ৪০ লাখ টাকা দেওয়া হচ্ছে।

শনিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান আনুষ্ঠানিকভাবে এ অনুদানের চেক তুলে দেবেন। ফাউন্ডেশনের পক্ষে এর প্রধান সিতেশ রঞ্জন দেব অনুদানের চেক গ্রহণ করবেন।

এসময় এবিবি’র চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমীনসহ বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহী এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

অর্থ বাণিজ্য