বোর্ড ও মন্ত্রণালয়ের আপত্তি: তবু অ্যারোমা টি বেসরকারি খাতে

বোর্ড ও মন্ত্রণালয়ের আপত্তি: তবু অ্যারোমা টি বেসরকারি খাতে

বোর্ড ও মন্ত্রণালয়ের আপত্তি সত্ত্বেও চট্টগ্রামের অ্যারোমা টি লিমিটেডের ৫১ শতাংশ শেয়ার বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সম্প্রতি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রতিষ্ঠানটির সরকারি শেয়ার বিক্রি করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

বেসরকারিকরণ কমিশন জানায়, প্রথমে অ্যারোমা টি’র অবশিষ্ট ৪৯ শতাংশ শেয়ার হোল্ডারদের কাছে সরকারি ৫১ শতাংশ শেয়ার ক্রয়ের প্রস্তাব দেওয়া হবে। তারা কিনতে রাাজ না হলে দরপত্রের মাধ্যমে বিক্রির উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, বাংলাদেশ চা বোর্ডের আওতাধীন অ্যারোমা টি’র ৫১ শতাংশ সরকারি শেয়ারের মধ্যে ৩১ শতাংশের মালিক হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় এবং ১০ শতাংশ করে অবশিষ্ট ২০ শতাংশের মালিক হচ্ছে ‘ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ’ (আইসিবি) ও ‘সাধারণ বীমা কর্পোরেশন’।

অ্যারোমা টি’র সরকারি অংশের শেয়ার বেসরকারিকরণে আপত্তির বিষয়ে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “প্রতিষ্ঠানটির পুনর্গঠিত বোর্ড সম্প্রতি এটাকে পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ (পিপিপি) কিংবা অন্য কোনো পদ্ধতিতে নতুন করে চালুর সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে এর সরকারি অংশের শেয়ার বেসরকারি খাতে ছেড়ে না দেওয়ার জন্য বেসরকারিকারিকরণ কমিশনকে অনুরোধ জানিয়েছে বোর্ড।”

এ প্রসঙ্গে জানতে চাইলে বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান ড. মির্জা আবদুল জলিল ‘বাংলানিউজ’-কে বলেন, “প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এর দায়-দেনার পরিমাণও অধিক। কমিশনের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ড পুনর্গঠন ও সচল করা হয়েছে। এর সরকারি শেয়ার বেসরকারিকরণ করা হলে সরকার আর্থিকভাবে লাভবান হবে এবং দায়-দেনা থেকে মুক্ত হবে।”

অ্যারোমা টি’র শেয়ার বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিষয়ে প্রতিষ্ঠানটির আপত্তি প্রসঙ্গে তিনি বলেন, “বাণিজ্য মন্ত্রণালয় মাত্র ৩১ শতাংশ শেয়ারের মালিক। অপর দুই প্রতিষ্ঠান আইসিবি ও ‘সাধারণ বীমা কর্পোরেশন’ শেয়ার বিক্রয়ের পক্ষেই সম্মতি দিয়েছে।”

উল্লেখ্য, ১৯৮৩ সালে উৎপাদন শুরু করা অ্যারোমা টি’র পণ্য তালিকায় রয়েছে, টি ব্লেন্ডিং, প্যাকেজিং ও মার্কেটিং। এ জমির পরিমাণ ১৫ দশমিক ৮৫ একর। ২০১০ সালের নিরীক্ষিত হিসাব অনুযায়ী  প্রতিষ্ঠানটির মোট সম্পদ মূল্য হচ্ছে ১২৪ কোটি ৪০ লাখ টাকা এবং মোট দায়-দেনার পরিমাণ ৮৬ কোটি ২৮ লাখ টাকা। দীর্ঘদিন ধরে বন্ধ এ প্রতিষ্ঠানটি বর্তমানে শুধু গুদাম ভাড়া দিয়ে ব্যয় নির্বাহ করছে বলে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রেরিত বেসরকারিকরণ কমিশনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অর্থ বাণিজ্য